bagdobehighschool.bcmn@gmail.com ০১৩০৯-১২৩৩৩৩
বাগডোব উচ্চ বিদ্যালয়
নোটিশ
প্রধান শিক্ষকের বাণী
মোঃ মতিউল ইসলাম

মোঃ মতিউল ইসলাম

প্রধান শিক্ষক

+৮৮০১৭১২৫৪৩৭৬৪

admin@bagdobehighschool.edu.bd

‘‘পড় তোমার প্রভুর নামে’’ পড়াশোনা তথা শিক্ষা মানবজাতির জন্য স্রষ্টা প্রদত্ত উপহার। শিক্ষা মানুষের মৌলিক অধিকার , শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা দ্বারাই পরিবার, সমাজ, দেশ উন্নতি লাভ করে। চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশপ্রেমিক, নৈতিকতা ও আধুনিক তথা বৈশ্বিক নাগরিক গড়ে তোলা বর্তমান সরকারের শিক্ষার রূপরেখা । সে লক্ষ্যেই আমরা, বাগডোব  উচ্চ বিদ্যালয়  শিক্ষা পরিবার কাজ করে যাচ্ছি।

পিছিয়ে পড়া জনপদ, ও অধ্যূষিত এই এলাকার কৃতি সন্তান মরহুম সাহেব আলী মন্ডল, মরহুম নজিবর রহমান(সাবেক প্রধান শিক্ষক), মরহুম কলিম উদ্দিন (সাবেক প্রধান শিক্ষক) দ্বারা  প্রতিষ্ঠিত এ বিদ্যাপিঠ, এ জনপদের বাতিঘর। সুষ্ঠ পরিচালনা পর্ষদ, দক্ষ শিক্ষকমন্ডলী ও অভিজ্ঞ প্রতিষ্ঠান প্রধান যে কোনো প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। বাগডোব উচ্চ বিদ্যালয় তেমনি এক বলিষ্ঠ পরিচালনা পর্ষদ ও দক্ষ শিক্ষমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে, যা আমরা বিনয়ের সাথে দাবি করতে পারি।

 প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপূর্ণ হতে হয়, স্বীয় সাধনায়। আর শিক্ষা হলো সেই সাধনার মূলমন্ত্র । শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্খিত পরিবর্তন। শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানে  আমরা বদ্ধপরিকর ।

বাগডোব উচ্চ বিদ্যালয় সহশিক্ষা, সাংস্কৃতিক, খেলাধূলা ,শিক্ষাসফর সহ ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে তাল মিলিয়ে যাবে ইনশাআল্লাহ । যুগের সাথে তাল মিলিয়ে দেশ সেরা প্রতিষ্ঠানের কাতারে এগিয়ে যাবে, এমনটাই আমাদের প্রত্যাশা।

আমাদের প্রতিষ্ঠানের শক্তিশালী পরিচালনা পর্ষদ ও দক্ষ শিক্ষকমন্ডলী কাঙ্খিত সাফল্য অর্জনে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস । যাদের আন্তরিকতায় ধাপে ধাপে এগিয়ে চলছে এই বিদ্যাপিঠ তাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।  

 

 

              ধন্যবাদান্তে,

        (মোঃ মতিউল ইসলাম)

            প্রধান শিক্ষক

     বাগডোব উচ্চ বিদ্যালয়

      মহাদেবপুর, নওগাঁ।


বাগডোব উচ্চ বিদ্যালয়

বাগডোব উচ্চ বিদ্যালয় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বরেন্দ্র ভূমিতে অবস্থিত একটি প্রাচীন এবং সুপ্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি স্থানীয় শিক্ষার্থীদের জন্য জ্ঞানার্জনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে চলেছে এবং শিক্ষা ও সংস্কৃত...

যোগাযোগ
  • চাঁন্দাশ, মহাদেবপুর, নওগাঁ।
  • (+৮৮০) ০১৩০৯-১২৩৩৩৩
  • bagdobehighschool.bcmn@gmail.com
  • http://bagdobehighschool.edu.bd